মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নবমবারের মতো ৪৪৭ জন বন্দিকে মুক্তির ব্যবস্থা করলো দেশটির কারাগারে অসচ্ছল বন্দীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ফাক কুরবা। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, কারাগার থেকে মুক্তি দেওয়া ৪৪৭ জনের মধ্যে দেশটির দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের কারাগার থেকে ১৪৮ জন, দক্ষিণ আল বাতিনাহ প্রদেশ থেকে ৭৭ জন, উত্তর আল বাতিনাহ প্রদেশ থেকে ৭০ জন, উত্তর আশ শারকিয়া প্রদেশ থেকে ৪৫ জন, আল দাহিরাহ প্রদেশ থেকে ৩৯ জন, আল দাখিলিয়া প্রদেশ থেকে ৩০ জন, মুসান্দাম প্রদেশ থেকে ৯ জন, ধোফার প্রদেশ থেকে ৫ জন এবং আল ওস্তা প্রদেশ থেকে ৪ জন মুক্তি পেয়েছে।
মুক্তিপ্রাপ্ত ৪৪৭ জনই ওমানি নাগরিক বলে জানাগেছে সূত্রে। তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশটির কারাগারে বন্দী এমন কিছু সংখ্যক প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করবেন ওমানের সুলতান এমনটি জানাগেছে সূত্রে। মুক্তি তালিকায় বেশ কয়েকজন বাংলাদেশী প্রবাসীরও নাম রয়েছে বলে জানাগেছে।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post