সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মরত অবস্থায় মুহাম্মদ রিয়াদ উদ্দীন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ১৬ এপ্রিল ইফতারের পর আবুধাবী ইমিগ্রেশন ব্রিজের পাশে নিজ কর্মস্থল রয়েল জনতা রেষ্টুরেন্টে কর্মরত অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ অ্যাসোসিয়েশন ইউএইর সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন মিঠু। তিনি জানান, রিয়াদ চট্টগ্রামের সন্দ্বীপ থানার হরিশপুর এলাকার (স্থায়ী ঠিকানা) মুহাম্মদ ইসমাইলের পুত্র।
রিয়াদের মৃত্যুতে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন ইউএই’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানানো হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন মিঠু আরও জানান, আগে থেকেই রিয়াদের হার্টে সমস্যা ছিল।
সে কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে। মাত্র কিছুদিন আগে তিনি দেশ থেকে ছুটি কাটিয়ে আবুধাবিতে ফেরেন। আইনি প্রক্রিয়া শেষে রিয়াদের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন, আবুধাবির বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post