এবার জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে ভাড়া বৃদ্ধির শঙ্কা কাজ করছে। প্রতি লিটারে জেট ফুয়েলের দাম ১৩ টাকা বেড়ে লিটারপ্রতি ফুয়েলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকায়। সংশ্লিষ্ট অ্যাভিয়েশন কর্মকর্তারা বলেন, একটি ফ্লাইটের পরিচালনা ব্যয়ের অন্তত ৪০ ভাগ নির্ভর করে জেট ফুয়েলের দামের ওপর।
তাই জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভাড়ায়। বিগত তিন মাসে প্রতি লিটার ফুয়েলের দাম ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ১৮ মাসে ১২০ শতাংশ হারে জেট ফুয়েলের দাম বেড়েছে।
ইতোমধ্যে ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাব বিমান ভাড়ায় পড়েছে। সর্বশেষ যশোর ও বরিশালে সর্বনিম্ন ভাড়া ছিল ৪ হাজার ৩০০ টাকা। এটা এখন হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও সৈয়দপুরে ভাড়া হয়েছে সর্বনিম্ন ৫ হাজার।
কোভিডের আগে সৈয়দপুরে ভাড়া ছিল সর্বনিম্ন ২ হাজার ৭০০ টাকা। সে সময় জেট ফুয়েলের দাম ছিল ৪০ টাকার কম। সেখানে এখন প্রতি লিটার তেলের দাম বেড়েছে ৬০ টাকা। এর ফলে ভাড়াও বেড়েছে ২ হাজার টাকার বেশি।
এ বছরের জানুয়ারিতে পদ্মা অয়েল প্রতি লিটার জেট ফুয়েল ৬৭ সেন্ট বা ৫৭ টাকায় সরবরাহ করেছে এয়ারলাইনসগুলোকে। আর ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয় ৭৫ সেন্ট বা ৬৪ টাকা।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ওমান থেকে টাকার মেশিনটি বাক্সবন্দী হয়ে দেশে ফিরছে!
ওমানে ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগে চার প্রবাসী গ্রেপ্তার
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post