প্রবাসে সফল না হলেও দেশে তরমুজ চাষ করে সফলতার মুখ দেখলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সৌদি আরব ফেরত যুবক সোহেল রানা। তিনি সোনালি রঙের বিদেশি গোল্ডেন ক্রাউন বা মাল্টা তরমুজ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
মতলব উত্তর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গোল্ডেন ক্রাউন বা মাল্টা তরমুজ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি সুস্বাদু ফল। সাধারণত উঁচু জমি এবং দোআঁশ মাটি এই তরমুজ চাষের জন্য উপযুক্ত। সাধারণত তরমুজ মাটিতে হলেও এটি মাচায় বড় হয়।
বীজ বপনের ২৫-৩০ দিনের মধ্যে ফুল আসে এবং ৫৫-৬০ দিনের মাথায় ফল কাটা শুরু হয়। এ তরমুজের আদি নিবাস তাইওয়ান। উপজেলায় নতুন জাতের এই তরমুজ গত বছর থেকে চাষ শুরু হয়েছে। বাজারে ভালো দামের পাশাপাশি চাহিদাও রয়েছে বেশ।
জানা গেছে, সোহেল রানা সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি স্বল্প জমিতে পরীক্ষামূলকভাবে ‘গোল্ডেন ক্রাউন’ তরমুজ চাষ করেন। এতে তিনি সফলতা পেয়েছেন। পাশাপাশি লাভও হয়েছে ভালো। তার নতুন জাতের তরমুজ চাষে সফলতা দেখে উপজেলার অনেকে কৃষক উদ্বুদ্ধ হয়েছেন।
তরমুজ চাষি সোহেল রানা বলেন, আমি সব সময় বাজারে চাহিদা আছে এমন নতুন জাতের ফসল ও সবজি চাষ করি। মূলত ইউটিউব দেখে গোল্ডেন ক্রাউন বা মাল্টা তরমুজের বীজ নিয়ে আসি। এরপর চাষাবাদ শুরু করি। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে অনেক সহযোগিতা পেয়ে থাকি। বাজারে বর্তমানে এই তরমুজ প্রতি পিস ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ৬৫ হাজার টাকা খরচ করে এক লাখ টাকা লাভ হবে এমনটি আশা করছেন সোহেল।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ওমান থেকে টাকার মেশিনটি বাক্সবন্দী হয়ে দেশে ফিরছে!
ওমানে ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগে চার প্রবাসী গ্রেপ্তার
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post