গত ২৭শে মার্চ ওমানের আল ধাহিরা প্রদেশের ইবরি এলাকায় পাহাড় ধসে নিহত ১৪ প্রবাসীর পরিচয় প্রকাশ করেছে ওমান। নিহতদের মধ্যে ১১ জন পাকিস্তানি ও তিনজন ভারতীয় নাগরিক। মরদেহ গুলো নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে ওমানে অবস্থিত পাকিস্তান ও ভারতীয় দূতাবাস।
নিহতরা সবাই ইবরি’র আল আরিদ এলাকায় একটি মার্বেল কোম্পানিতে কর্মরত ছিলেন। ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান আলী চৌধুরী জানিয়েছেন, “পাকিস্তানি ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নয়জনের মৃতদেহ ইতিমধ্যেই নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে।”
এদিকে, মাস্কাটে ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই এনওসি দিয়েছি যাতে তিন ভারতীয়ের মৃতদেহ দেশে ফিরিয়ে নেওয়া যায়। তাদের মরদেহ ইতিমধ্যে মাস্কাটে পৌঁছেছে। যার মধ্যে একজনের লাশ এরইমধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাকি দুটি মরদেহ পাঠানোর প্রক্রিয়াধীন। সকল ধরনের সহায়তা প্রদানে সরকারি সংস্থা ও কোম্পানির প্রতিনিধিদের সাথে দূতাবাস থেকে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।
ইন্টারন্যাশনাল মার্বেল কোম্পানির জেনারেল ম্যানেজার হুসেইন আল কালবানি বলেন, কোম্পানির পক্ষথেকে মরদেহ দেশে পাঠাতে সকল খরচ বহন করবে, সেইসাথে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে। নিজ দেশে লাশ পরিবহনের খরচও বহন করছে কোম্পানি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করা। শীঘ্রই এই বিষয়ে কোম্পানির পক্ষথেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান কালবানি।
আরো পড়ুন:
প্রবাসীর স্ত্রীর গোপন ছবি নিয়ে মোবাইল চোরের চাঁদা দাবি
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ওমান থেকে টাকার মেশিনটি বাক্সবন্দী হয়ে দেশে ফিরছে!
ওমানে ব্যাংক থেকে টাকা চুরির অভিযোগে চার প্রবাসী গ্রেপ্তার
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post