ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সোহাগ (৩৫) এর মরদেহ দেশে ফিরছে আজ। শুক্রবার (৮-এপ্রিল) সালাম এয়ারের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আসছে। সোহাগের দেশের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার চেরাগ আলী হাজির কান্দি নামক গ্রামে।
জানাগেছে, গত ২১ মার্চ ওমানের আল খুদ ওয়াদি ওয়ামি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সোহাগ সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি গাড়ি ধাক্কা মেরে চলে যায়। উক্ত গাড়িটি একজন ওমানির বলে জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।
পরবর্তীতে তাকে উদ্ধার করে হাঁসপাতালে ভর্তি করা হয়। সাত দিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ২৯-মার্চ স্থানীয় সময় সকাল ১০ টার দিকে না ফেরার দেশে পাড়ি দেন সোহাগ। সে ওমানে গত ৮ বছর যাবত বিল্ডিং কনস্ট্রাকশন এর একজন শ্রমিক হিসেবে কাজ করতো। মৃতের পর তার মরদেহ ওমানের রাজধানী মাস্কাটের সুলতান কাবুস হাসপাতালের মর্গে ছিলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post