রাজনীতির টালমাটাল অবস্থা এখন পাকিস্তানের, ডেপুটি স্পিকার কাসিম খান সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে বিরোধীদের ভোট দিতে দেননি। রোববার তিনি ওই প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দেন। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট আসিফ আলভি।
এখন স্বাভাবিকভাবেই আগাম নির্বাচনের জন্য দেশটির রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নিতে হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।
অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি রোধের প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালের জুলাইয়ে ক্ষমতায় আসেন ইমরান খান। নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওপর ভর করে তিনি ক্ষমতায় আসতে পারেননি। কয়েকটি দলের সঙ্গে জোট বেঁধে তাকে প্রধানমন্ত্রী হতে হয়েছে। ইরমানের সেই জোটে যে ফাঁক ছিল, তাই প্রকাশ পেয়েছে গত কয়েক সপ্তাহে।
পাকিস্তানের রাজনীতিতে সঙ্কট দেখা দিয়েছে। ইমরান খানের পিটিআই দলের ‘দুর্বল জোট’ কয়েক সপ্তাহের ‘ষড়যন্ত্র’ পুঁজি করেছে। ইমরান খানকে সঙ্কটে ফেলে দেওয়া সেই নেপথ্যের খেলোয়াড়দের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছে প্রবাস টাইম । তাদের পরিচয় নিম্নে দেওয়া হলো:
শাহবাজ শরীফ
নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ । ইরমান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে তাকেই প্রধানমন্ত্রী করার কথা ভেবেছিল বিরোধী নেতারা। ৭০ বছর বয়সী এই হেভিওয়েট রাজনীতিবিদ এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।কঠোর প্রশাসক হিসেবে তার খ্যাতি রয়েছে। বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন সময় তিনি বিপ্লবী কবিতা উদ্ধৃতি করে থাকেন। একাধিক বিয়ে, লন্ডন ও দুবাইয়ে তার বিলাসবহুল একাধিক অ্যাপার্টমেন্ট নিয়ে ট্যাবলয়েডে শিরোনাম হয়েছিলেন। কিন্তু এরপরও দেশটিতে তার জনপ্রিয়তা রয়েছে।
আসিফ আলি জারদারি
পাকিস্তানের ধনী সিন্ধু পরিবার থেকে উঠে আসা এই রাজনীতিবিদ বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশি পরিচিত ছিলেন। বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হওয়ার কিছু দিন আগে তিনি তাকে বিয়ে করেছিলেন।উৎসাহের সঙ্গে রাজনীতিতে এলেও দুর্নীতি, মাদক চোরাচালান ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে দুবার কারাগারে যেতে হয়েছিল। তবে কখনো তিনি বিচারের মুখোমুখি হননি।২০০৭ সালে বেনজির ভুট্টো হত্যারকাণ্ডের পর ৬৭ বছর বয়সী আসিফ আলি জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহসভাপতি হন। এক বছর পর পিএমএল-এন-এর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন।
বিলাওয়াল ভুট্টো-জারদারি
তিনি বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে। মায়ের হত্যাকাণ্ডের পর মাত্র ১৯ বছর বয়সে তিনি পিপিপির চেয়ারম্যান হন। অক্সফোর্ডে পড়াশোনা করা ৩৩ বছর বয়সী এই তরুণকে তার মায়ের ইমেজে প্রগতিশীল হিসেবে বিবেচনা করা হয়। তাকে প্রায়ই নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে দেখা যায়। এখন পাকিস্তানের জনসংখ্যার অর্ধেকেরও বেশি ২২ বছর বা তার কম বয়সী। সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষিত তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। তবে অনেকেই তাকে উপহাস করেন।
মাওলানা ফজলুর রহমান
তিনি দেশটিতে একজন কট্টরপন্থী নেতা হিসেবে বেশ পরিচিত। রাজনৈতিক জীবন শুরু করার পর অনেক চেষ্টা চালিয়ে জনসাধারণের কাছে যেতে পেরেছেন। একই সঙ্গে বাম ও ডানে ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে তাকে জোট গঠন করতে দেখেছে দেশটির জনগণ। তিনি হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীকে একত্রিত করতে পেরেছেন। সেই ক্ষমতা নিয়েও তার জেইউআই-এফ পার্টি কখনই ক্ষমতায় যেতে পারবে না। তবে তিনি যেকোনো সরকারের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইমরান খানের সঙ্গে তার শত্রুতা বেশ পুরোনো। জ্বালানি লাইসেন্স দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে ‘মোল্লা ডিজেল’ উপাধি দেন ইমরান খান।
এর জবাবে ব্রিটিশ উপস্থাপক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করার কারণে ইরমানকে তিনি ‘ইহুদি’ হিসেবে আখ্যা দেন।
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post