ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। এই প্রকোপ নিরসনে ও এডিস মশার বিস্তার রোধে দেশটির মাস্কাট পৌরসভা ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে শুরু করেছে প্রচারণা। গত ২৭ মার্চ শুরু হওয়া এই প্রচারণাটি মাস্কাট প্রদেশের আল গোবরা, আল আনসাব এবং আল হিলের দক্ষিণ এলাকাগুলোতে চলবে আরো বেশ কয়েকদিন।
ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে প্রায় ১ হাজার ৬৯০ টি বাড়ীতে মশার বিস্তার রোধে স্প্রে দেওয়া হয়েছে। যার মধ্যে আল গোবরা অঞ্চলেই ১ হাজার ২৩১ টি, এছাড়াও আল আনসাবে ২৪৫ টি ও আল হিলের দক্ষিণ এলাকায় ২০৫টি বাড়তে মশার স্প্রে দেওয়া হয়েছে। দুটি দল বিভক্ত হয়ে এই প্রচারাভিযান পরিচালনা করা হচ্ছে। একটি দল ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবায় কাজ করছে অন্য দলটি মশা বিস্তার রোধে কাজ করছে।
ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ। এটি এডিস মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, সাধারণ ক্লান্তি, জয়েন্টে ব্যথা, ত্বকে ফুসকুড়ি এবং হজমে সমস্যা হওয়া। তাই যাদের ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছে। তাদের অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করতে বলা হয়েছে।
গত ২৯শে মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে ডাঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি জানান, “এডিস মশার বিস্তার রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে সরকার। তবে সরকারের পাশাপাশি নাগরিক এবং প্রবাসীদের মশার বংশ বিস্তার রোধে কাজ করতে হবে। এছাড়াও মশার কামড়ের সংস্পর্শে এড়ানো, লম্বা হাতার জামাকাপড় পরা, শরীর ঢেকে রাখা, শরীরের অনাবৃত অংশে মশা তাড়ানোর ওষুধ ব্যবহার করার আহ্বান জানান মন্ত্রী।”
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post