বলিউড বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এশিয়া থেকে ইউরোপ কিংবা আফ্রিকার কোনো দূরবর্তী দেশ, সবখানেই বলিউডের এই সুপারস্টার জনপ্রিয়। বিশেষ করে আরব বিশ্বে তার গ্রহণযোগ্যতা একটু বেশিই। আরব দুনিয়ায় শাহরুখের গুরুত্ব কতখানি, তার আরও একটি উদাহরণ দেখা গেল এবার।
তার সঙ্গে দেখা করতে ‘মান্নাত’-এ যান সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ। কিং খানের সঙ্গে তোলা ছবি উচ্ছ্বাসের সঙ্গে শেয়ারও করেছেন ওই মন্ত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগৎ নিয়ে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত।’
এদিকে, সৌদির মন্ত্রীর সঙ্গে দেখা করতে ‘মান্নাত’-এ হাজির হয়েছিলেন বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলি খান। সেখানে বলিউডের আরও কয়েকজন তারকাও হাজির হন। মন্ত্রীর সঙ্গে তোলা তাদের ছবিও নেটমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।।
এদিকে, সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান আল তুর্কিকে ‘মান্নাত’-এ আমন্ত্রণ জানান শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় আল তুর্কি একটি সেলফি পোস্ট করেছেন। ছবিতে শাহরুখকে দেখা গেল সাদা টি-শার্ট আর নীল ডেনিমে। অন্যদিকে আল তুর্কি পরেছিলেন কালো পোশাক। ভারত ও সৌদি আরবের মধ্যে সিনেমা কেন্দ্রিক কোনো কাজের পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করেছেন; এমনটাই ধারণা করছে ভারতীয় গণমাধ্যমগগুলো।
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post