মহামারি করোনায় সংযুক্ত আরব আমিরাতে যেয়ে আটকে পড়া বাংলাদেশীদের জন্য খুব শীঘ্রই বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।
মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ক্রমে দূতাবাস শিগগিরই কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে যাচ্ছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে এসে আটকে পড়া বাংলাদেশি নাগরিক, পরিবারের সদস্য (নারী, শিশু), অসুস্থ ব্যক্তি এবং অবৈধ হয়ে পড়া বাংলাদেশি যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে চান তাদের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা।
আরও পড়ুনঃ ওমানে শ্রমিকবান্ধব নীতি বিকাশের নির্দেশ
এ ধরনের কোনো যাত্রী থাকলে পাসপোর্ট-ভিসার কপি এবং ফোন নম্বরসহ দূতাবাসের ইমেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির কারণে গত মার্চ মাসের ২০ তারিখ থেকে আমিরাত থেকে প্রবাসীদের যাতায়াত বন্ধ রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post