দীর্ঘদিন লকডাউনের পর আগামী ২৯-মে থেকে মাস্কাটের লকডাউন খুলে দেওয়া হলেও মাতরার লকডাউন অব্যাহত থাকবে বলে জানাগেছে। ওমানের রয়্যাল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের আওতায় থাকছে মাতরাহ অঞ্চল। বুধবার টাইমস অফ ওমানের সাথে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেজর মোহাম্মদ আল হাসামি বলেন, “বুধবার মাস্কাটে নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাতরাহ ও আশেপাশের এলাকায় লকডাউন তুলে নেওয়া হচ্ছে না।
আরও পড়ুনঃ ওমানে শ্রমিকবান্ধব নীতি বিকাশের নির্দেশ
৩১ শে মার্চ সুপ্রিম কমিটি মাতরাহ অঞ্চলে লকডাউনের ঘোষণা দেয়। এছাড়াও গত ১০ এপ্রিল রুই, আল হামরিয়া ও ওয়াদি কাবিরসহ পুরো মাস্কাটে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। দীর্ঘদিন লকডাউনের পর বুধবার (২৭-মে) দেশটির সুপ্রিম কমিটি এপ্রিল থেকে বন্ধ থাকা মাস্কাট আবার পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কেউ মাস্কাট ছেড়ে অন্যকোন এলাকায় যেতে পারবে না। এমনকি অন্য এলাকার কেউ মাস্কাটে আসতে পারবে না বলেও জানিয়েছে মোহাম্মদ আল হাসামি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post