মধ্যপ্রাচ্যর দেশ ওমানের আল দাহিরা প্রদেশের পাহাড়ি এলাকায় পাথর ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। গতকাল উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ থেকে আরো দুইটি মৃতদেহ উদ্ধার করেছে। পাথরের নিচে চাপা পড়া সর্বশেষ ব্যক্তির খোঁজে সপ্তম দিনের মতো চলছে উদ্ধার কার্যক্রম। দেশটির সিভিল ডিফেন্স এ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, “গতকাল উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ থেকে আরো দুইটি মৃতদেহ উদ্ধার করেছে। সর্বশেষ ব্যক্তির খোঁজে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ২৭ মার্চ দেশটির আল দাহিরা প্রদেশের ইবরি উলাইয়াত অঞ্চলের ইয়াংকুল রোডের নিকটবর্তী একটি পাহাড় ধ্বসে মোট ১১ জনের মরদেহ উদ্ধার করে সিডিএ। এরপর ৩০-মার্চ সকালে দুইটি ও বিকালে একটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং ৩১ মার্চ আরো একটি মরদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ।
ওমানের বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, আল-দাহিরাহের প্রশাসনিক এলাকা আল-আরিদে অনুসন্ধানের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। নিহতদের পাশাপাশি এরই মধ্যে ঘটনাস্থল থেকে আরও পাঁচজনকে উদ্ধার করে হয়েছে। এদিকে নিখোঁজদের সন্ধানে পাথরের মধ্যে উদ্ধার তৎপরতা চলছে।
ওমানের রাজধানী মাস্কটের পশ্চিমাঞ্চলে আল-দাহিরাহের অবস্থান। এ জায়গাটিতে মানুষের বসবাস তুলনামূলকভাবে খুবই কম। তাছাড়া জায়গাটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে দেশি-বিদেশি বহু শ্রমিক কাজ করেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা। তবে নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আরো পড়ুনঃ
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
কেউ কর্মীদের স্বার্থের কথা বললেন না, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষোভ
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post