বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম নেতাদের পবিত্র রমজানের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করেন তিনি।
বৃহস্পতিবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ওমানের সুলতান মহান আল্লাহর কাছে সবার ভালো কাজ ও ইবাদত কবুল করার প্রার্থনা করেন। এছাড়াও মুসলিম বিশ্বের অগ্রগতি ও উন্নতি কামনা করেন তিনি।
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাড়াও আরব ও উপসাগরীয় দেশের রাষ্ট্রপ্রধান সহ কুয়েতের আমির, কাতারের আমির, আবুধাবির যুবরাজ ও মিশরের প্রেসিডেন্ট সহ বিশ্বের সকল মুসলিম নেতাদের প্রতি তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
এদিকে, ওমানে আগামীকাল চাঁদ দেখা কমিটির এক বৈঠক ডেকেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। ওমান নিউজকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান। তাই চাঁদ দেখতে আগামীকাল শুক্রবার দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আগামীকাল ওমানের সকল নাগরিক ও প্রবাসীদেরকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। আগামী শনিবার থেকে ওমানে রমজান মাস শুরু হবে এমনটাই প্রত্যাশা করছে মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
কেউ কর্মীদের স্বার্থের কথা বললেন না, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষোভ
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post