ওমানে সর্বশেষ করোনা পরিস্থিতি ও এই মহামারি প্রতিরোধে নাগরিকদের করণীয় বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশটির সুপ্রিম কমিটি। আজ (৩০ মার্চ) দেশটির জাতিয় ডাক্তার দিবস উপলক্ষে সকল মেডিকেল কর্মীদের অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ মোহাম্মদ আল সাইদি। এই সময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজিকাল সার্ভিল্যান্স বিভাগের পরিচালক, ডঃ আদেল সাইদ আল-ওয়াহাইবি ও সংক্রামক রোগ বিভাগের পরিচালক বাদের সাইফ আল রাওয়াহি।
সংবাদ সম্মেলন জানানো হয়, বর্তমানে ওমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। একইসাথে মৃত্যু শূন্যের কোঠায়। তবে করোনা মহামারী এখনও শেষ হয়নি। তাই সকল নাগরিকদের অবশ্যই করোনা সর্তকতা মেনে চলতে হবে। এছাড়াও দেশে করোনায় মারা যাওয়া ৯০ শতাংশ রোগীই করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি। তাই এই রোগের সংক্রমণ রোধে দ্রুত দেশের সকল নাগরিকদের করোনা ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, ওমানে মাত্র ১০ শতাংশ নাগরিক করোনার বুস্টার ডোজ গ্রহণ করেছেন। ইউরোপসহ বিভিন্ন দেশে ভ্রমণে এখন বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক। তাই সকল নাগরিকদের যাদের বুস্টার ডোজ দেওয়ার সময় এসেছে, তাদের জরুরী ভিত্তিতে বুস্টার ডোজ গ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, “বর্তমানে ৮ মিলিয়ন করোনা ভ্যাকসিন ডোজ সংরক্ষণ করেছে ওমান। দেশটিতে মোট করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৭৫ লাখ ৪৪ হাজার ৯২৯ ডোজ। দেশটির মোট জনসংখ্যার ৯৭ শতাংশ নাগরিকই করোনা ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন এবং ৯০ শতাংশ নাগরিক দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
সম্প্রতি ওমানে করোনা ভ্যাকসিন অনুমোদনের নতুন তালিকা প্রকাশ করেছেন সুপ্রিম কমিটি। যেগুলো হলো: এস্ট্রেজেনেকা, ফাইজার, মর্ডানা, সিনোফার্ম, সিনোভাক, বায়োনটেক, ক্যানসিনোবায়ো, নোভাভ্যাক্স, স্পুটনিক ভি, জনসন অ্যান্ড জনসন এবং স্পুটনিক লাইট। করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ বাধ্যতামূলক করেছে ওমান সরকার।”
আসন্ন রমজানকে সামনে রেখে মসজিদে ওয়াক্ত ও তারাবির নামাজ আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, “করোনা টিকা গ্রহণ করা সকল নাগরিক এবছর তারাবিহ নামাজ সহ সকল ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করতে পারবেন। তবে ১২ বছরের কম বয়সী শিশু ও টিকা গ্রহণ না করা নাগরিকরা এই সুযোগ পাবে না। এছাড়াও করোনা প্রতিরোধে নাগরিকদের সুপ্রিম কমিটির নেওয়া সকল প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদে উপস্থিত সকল মুসল্লিকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়। তবে মসজিদে ইফতার প্রসঙ্গে আজকের বৈঠকে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post