করোনার টিকা গ্রহণ করেছেন তাদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়েছে সিঙ্গাপুর সরকার। আগামী ১ এপ্রিল থেকে টিকাপ্রাপ্ত কেও দেশটিতে প্রবেশ করতে চাইলে কোনো কোয়ারেন্টাইনের প্রয়োজন হবেনা। নতুন এই নিয়মে টিকাপ্রাপ্তসহ ১২ বছর বয়স পর্যন্ত শিশুরাও আছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেউ এখানে এলে তাকে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। তা অবশ্যই ফ্লাইটে উঠার আগের ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে হতে হবে।
বৃহস্পতিবার (২৪-মার্চ) দ্য স্ট্রেইটস টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, কোয়ারেন্টাইনের প্রইয়োজন না হলেও যেখান থেকে তারা রওনা হচ্ছেন সেখানকার একটি করোনা টেস্ট রিপোর্ট দেখাতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সীমান্ত খুলছে সিঙ্গাপুর। নতুন নিয়মে নির্দিষ্ট কোনো ফ্লাইটে করে সেখানে যেতে হবে না। এমনকি সেখানে প্রবেশের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে দেখাতে হবে না কোনো করোনা টেস্ট।
আগের নিয়মে, দৈনিক নির্দিষ্ট সংখ্যক মানুষ সিঙ্গাপুরে প্রবেশ করতে হলেও পহেলা এপ্রিল থেকে আর সেই নিয়ম থাকছেনা। সেইসঙ্গে যাদের টিকার সনদ আছে, তাদের অনুমতিরও প্রয়োজন পরবেনা। দ্য স্ট্রেইটস টাইমস জানায়, সিঙ্গাপুরে জারি করা নতুন নিয়মে সবাই করোনা পূর্ববর্তী অবস্থাই অনুভব করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post