ওমানে মহামারি করোনায় আক্রান্তের সংখ্যা কমের দিকে। গত কয়েকদিন যাবত ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে মাত্র ২৫৫ জন। যা আগের দিনের তূলনায় ৯৩জন কম। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৮৯ জন প্রবাসী এবং ১৬৬ জনই ওমানি নাগরিক। ওমানে সাধারণত আক্রান্তের অধিকাংশ প্রবাসী হলেও আজ আক্রান্তের অধিকাংশই ওমানি নাগরিক। যা দেশটির গত কয়েক সপ্তাহের মধ্যে নতুন রেকর্ড। দেশটি মোট আক্রান্তের সংখ্যা ৮,৩৭৩ জন, সুস্থ ২,১৭৭ জন এবং মৃত্যু ৩৮ জন।
এদিকে ঈদের ছুটির পর আজ প্রথম বৈঠক করেছে দেশটির সুপ্রিম কমিটি। আজকের বৈঠকে কমিটি থেকে বেশকিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খারিফ মৌসুমে ধোফার এলাকায় পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির বৈঠকে সাধারণ ট্র্যাফিকের নির্দেশাবলী সহজ করাসহ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পুনরায় চালু করার বিষয়েও বেশ ফলপ্রসূ আলোচনা করা হয়েছে বলে ওমান অবজারভারের খবরে জানাগেছে।
এছাড়াও সুপ্রিম কমিটি আগামী ২৯ শে মে পর্যন্ত মাস্কাট এলাকায় লক ডাউনের বিষয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানাগেছে। কারণ গত পহেলা এপ্রিল থেকে এলাকাটি অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী ডা. আহমেদ আল ফুটাইসি বলেন যে, বিমানের ট্র্যাফিক ফেরাতে প্রথমে অভ্যন্তরীণ পরবর্তীতে আন্তর্জাতিক পরিষেবা শুরু করতে হব। যদিও তিনি বলেছেন যে, এই সেক্টর খোলার জন্য এখনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। মন্ত্রী আরও বলেন, যদিও সরকার বিমান খাতে ব্যয় ৪৩ শতাংশ কমিয়ে আনার চেষ্টা করছে, তবুও এই মহামারির কারণে এই খাতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশটির আরও চার বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে আয় শূন্যে পৌঁছেছে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুনঃ ওমানে সানাদ অফিসের নতুন নিয়ম জারি
ওমানের কোভিড -১৯ শীর্ষক সুপ্রিম কমিটির সদস্য হিসাবে তিনি বলেন যে, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকতে পারে না। “আমরা ধীরে ধীরে এগুলি আবার খুলে দিচ্ছি। তবে প্রত্যেক প্রতিষ্ঠানকে সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধি ও আইন মেনে চলতে হবে। তা না হলে সেই প্রতিষ্ঠানকে জরিমানাসহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিবে সুপ্রিম কমিটি। এছাড়াও দেশটিতে গণপরিবহন পুনরায় খোলার বিষয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে তবে নতুন ভাবে আবার কবে গণপরিহন খোলা হবে তার বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ফুটাইসি।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post