করোনা মহামারির মাঝেও গত ৮ মাসে বাংলাদেশ থেকে বিশ্বের ৮৭ টি দেশে প্রায় ৬ লাখ কর্মী যেয়ে নতুন রেকর্ড করেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যানুযায়ী সবচেয়ে বেশি শ্রমিক গেছেন সৌদি আরবে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ওমান। বিএমইটি প্রকাশিত তথ্যানুযায়ী গত ২০২১ সালের ১৫ জুলাই থেকে ১৪ মার্চ ২০২২ পর্যন্ত বিশ্বের ৮৭টি দেশে ৮ মাসে ৫ লাখ ৭৫ হাজার ৩৮২ জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন।
এর মধ্যে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি গেছেন সৌদি আরবে ৩ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন। ওমানে গেছেন ৬৫ হাজার ১২৩ জন। সংযুক্ত আরব আমিরাতে গেছেন ৫৮ হাজার ৫৮৪ জন। সিঙ্গাপুরে গেছেন কাজ গেছেন ২৪ হাজার ৮৯১ জন। জর্ডান গেছেন ৯ হাজার ৩৭২ জন। কাতারে ৮ হাজার ৬৬২ জন। কুয়েতে ৩ হাজার ২৫২ জন। রোমানিয়ায় ১ হাজার ৪৪৬ জন।
এছাড়া মালটা গেছেন ৮৫১ জন। মরিশাস ৭৯৩ জন। ইতালি ৬৫৬ জন। কোরিয়া (দক্ষিণ) ৫৭৯ জন। আলবেনিয়া ৫৫৭ জন। গায়ানা ৪৩০ জন। সেশেলস ৪০৯ জন। ক্রোয়েশিয়া ৩৪০ জন। লেবানন ২২১ জন। কানাডা ২০৩ জন। সাইপ্রাস ১৯৭ জন। কঙ্গো ১৭১ জন। পোল্যান্ড ১৫০ জন। সোয়াজিল্যান্ড ১৪৩ জন। সার্ভিয়া ১৩৭ জন। যুক্তরাজ্য ১৩০ জন। কম্বোডিয়া ১২৬ জন। বলিভিয়া ১১৪ জন। আলজেরিয়া ৯২ জন। হাঙ্গেরি ৮৭ জন। সোমালিয়া ৭৮ জন। ইউক্রেন ৭৪ জন। মালয়েশিয়া ৪০ জন। আইভরি কোস্ট ৩৯ জন। শ্রীলঙ্কা ৩৯ জন। দক্ষিণ সুদান ৩২ জন। হংকং ৩২ জন। স্লোভেনিয়া ৩২ জন। ইথিওপিয়া ২৫ জন। পাপুয়া নিউগিনি ২৫ জন। চেক প্রজাতন্ত্র ২২ জন। মোজাম্বিক ২১ জন। নাইজেরিয়া ২১ জন। জার্মানি ২০ জন। নিরক্ষীয় গিনি ১৯ জন। সুইডেন ১৮ জন। বসনিয়া-হার্জেগোভিনা ১৭ জন। পাকিস্তান ১৬ জন। জিবুতি ১৪ জন। ব্রুনাই দারুসসালাম ১৩ জন। সুদান ১১ জন। পর্তুগাল ১১ জন। ইকুয়েডর ৯ জন।
এর বাইরে কিরগিজ প্রজাতন্ত্র ৯ জন। নেদারল্যান্ডস ৮ জন। অ্যাঙ্গোলা ৬ জন। মালদ্বীপ ৫ জন। বুরুন্ডি ৫ জন। নরওয়ে ৪ জন। বতসোয়ানা ৪ জন। থাইল্যান্ড ৪ জন। আয়ারল্যান্ড ৩ জন। ইরাক ৩ জন। ইয়েমেন ৩ জন। বাহরাইন ৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্র ২ জন। বেলিজ ২ জন। নিউজিল্যান্ড ২ জন। মাদাগাস্কার ২ জন। লিথুয়ানিয়া ২ জন। ঘানা ২ জন। তুরস্ক ২ জন। লিবিয়া ২ জন। গিনি ১ জন। রাশিয়ান ফেডারেশন ১ জন। আইসল্যান্ড ১ জন। বুলগেরিয়া ১ জন। বাহামা ১ জন। মেক্সিকো ১ জন। মরক্কো ১ জন। ফিনল্যান্ড ১ জন। কেম্যান দ্বীপপুঞ্জ ১ জন। ব্রাজিল ১ জন। কাজাকস্তান ১ জন। ডেনমার্ক ১ জন। কেনিয়া ১ জন। অস্ট্রেলিয়া ১ জন। ইন্দোনেশিয়া ১ জন। তুর্কমেনিস্তান ১ জন।
এ ব্যাপারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম (এনডিসি) বলেন, করোনার কারণে জনশক্তি রপ্তানি খাত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই ক্ষতি কাটিয়ে ওঠার নানামুখী কর্মপরিকল্পনা ও প্রচেষ্টা চালাই। ফলে অনেকের সম্মিলিত কঠোর শ্রম ও চেষ্টায় শ্রমবাজার আবারও চাঙা হয়ে উঠছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার, সিঙ্গাপুর, জর্ডান, ইয়েমেনের মতো দেশগুলোতে শ্রমিকের প্রচুর চাহিদা আছে। এর সুফল হচ্ছে ২০২১ সালের নভেম্বরে ১ লাখ ২ হাজার জন, ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার জন, জানুয়ারিতে ১ লাখ ৯ হাজার জন ও ফেব্রুয়ারির আটাশ দিনে ৯২ হাজার জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন। বিদেশে কর্মী যাওয়ার এ হারই বলে দিচ্ছে এটি একটি রেকর্ড।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post