তিন দিনের দ্বিপাক্ষিক সফরে ঢাকায় পৌঁছেছেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৯টার পর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ওমান। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে মাস্কাটের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি নেতৃত্ব দেন।
কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ঢাকা ও মাস্কাটের মধ্যে সমঝোতা স্মারক বা এমওইউ ও চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিকেলে ওমানের আন্ডার সেক্রেটারির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post