মহামারি করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমছে নতুন শনাক্ত ও মৃতের সংখ্যা। সেইসাথে বাড়ছে নতুন সুস্থের সংখ্যা। দেশটিতে বর্তমানে সুস্থতার সূচক ৯৮.৪ শতাংশে। সোমবার (২১-মার্চ) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১২২ জন এবং মৃতের সংখ্যা শূন্যের কোঠায়।
দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৬২৭ জন এবং মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৪৫৮ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ২৫০ জন।
গত ২৪ ঘন্টায় হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। সেইসাথে সমগ্র ওমানের হাঁসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১১০ জন। যাদের মধ্যে আইসিইউতে আছেন ২৩ জন।
এদিকে, মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে কমছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯০২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জন। আগের দিন মারা গেছেন ৩ হাজার ৮৬৭ জন ও সংক্রমিত হন ১৪ লাখ ৩০ হাজার ৯৭১ জন। সোমবার (২১ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post