ওমানের সেন্ট্রাল সবজি ও ফলের আড়ত আল মাওয়ালা মার্কেট পুনরায় খুলে দেওয়া হয়েছে। বুধবার (২৭-মে) মাস্কাট সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওমানের সেন্ট্রাল সবজি ও ফলের আড়ত বুধবার (২৭-মে) থেকে প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ১০টা নাগাদ পাইকারি কার্যক্রম চলবে।”
আরও পড়ুনঃ সৌদিতে শিথিল হচ্ছে লকডাউন, চালু হচ্ছে ফ্লাইট
এদিকে বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনলাইনে ওমানে করোনায় আক্রান্ত আরও একটি মৃত্যুর খবর প্রকাশ করা হয়। মৃত্যু ব্যক্তির বয়স ৬৭ বছর এবং তিনি একজন প্রবাসী ছিলেন বলে জানাগেছে। এ নিয়ে ওমানে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post