সম্প্রতি ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের রাজকীয় নির্দেশে দেশটির বেশকিছু সরকারী পরিষেবা ফি কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সরকারী পেশায় প্রবাসী জনশক্তি নিয়োগে ফি কমিয়ে নিয়ে আসতেই মূলত এই ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, প্রবাসীদের ভিসা ফি কমানোর বিষয় নিয়ে এক ধরণের ধুম্রজালের সৃষ্টি হয়েছে প্রবাসীদের মাঝে। কোন ধরণের প্রবাসীরা পাবেন এই সুযোগ এ নিয়ে চলছে আলোচনা।
ওমানে দীর্ঘদিন যাবত বসবাস করছেন এমন প্রবাসীদের সাথে আলাপ করে জানাগেছে, মূলত যেসকল কোম্পানিতে ওমানাইজেশন অর্থাৎ ওমানি স্টাফ কোঠা পূর্ণ করেছেন, কেবলমাত্র সেই সকল কোম্পানির প্রবাসীরাই ওমান সরকারের দেওয়া এই সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ ওমান সরকারের দেওয়া সকল শর্ত পূরণ করে যেসকল কোম্পানি দেশটিতে ব্যবসা পরিচালনা করছেন, কেবলমাত্র সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা স্টাফগণ তাদের ভিসা নবায়নে অথবা নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে ৮৫ শতাংশ কম খরচের এই সুবিধা ভোগ করতে পারবেন।
মঙ্গলবার (১৫-মার্চ) দেশটির জাতীয় গণমাধ্যম ওমান নিউজের এক সংবাদে বলা হয়েছে, ওমানের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর উপর অর্থনৈতিক চাপ কমাতে ও করোনা পরবর্তী দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
ওমান নিউজকে দেওয়া এক প্রতিবেদনে শ্রম মন্ত্রণালয়ের সহ সভাপতি শেখ নাসর আমের আল হোসনি জানিয়েছেন, “ওমানিদের নিয়োগের ক্ষেত্রে বেসরকারি খাতের সক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্ত দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলিকে অতিরিক্ত প্রণোদনা প্রদান করবে।
প্রবাসী শ্রমিক নিয়োগের তিনটি শ্রেণীতে নতুন এই ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। শ্রেণীগুলো যথাক্রমে:
প্রথম শ্রেণী ৩০১ ওমানি রিয়ালের পরিবর্তে ফি কমিয়ে নিয়ে এসে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ২১১ ওমানি রিয়াল।
দ্বিতীয় শ্রেণী ২৫১ ওমানি রিয়ালের পরিবর্তে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১৭৬ ওমানি রিয়াল।
তৃতীয় শ্রেণী ২০১ ওমানি রিয়ালের পরিবর্তে নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১৪১ ওমানি রিয়াল।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিতে চায় রোমানিয়া
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
সিদ্ধান্তটি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে প্রবাসী শ্রম নিয়োগের ফি পুনর্বহাল রাখা হয়েছে। যেখানে ১ থেকে ৫ জন প্রবাসী কর্মী নিয়োগের ফি নির্ধারণ করা হয়েছে ১০১ ওমানি রিয়াল ও ৬ থেকে ১০ জন শ্রমিকের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫১ ওমানি রিয়াল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post