সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাদের মধ্যে ৭ জন ইয়েমেনি ও এক সিরীয় নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংঘটনের আনুগত্য ও ভিন্নমতের ওপর বিশ্বাসের অভিযোগ রয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরার। উপসাগরীয় দেশটির আধুনিক ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সৌদিতে ৬৭টি ও ২০২০ সালে ২৭টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
শনিবার সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এসব ব্যক্তি বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তারা নিরপরাধ নারী, শিশু ও পুরুষকে হত্যা করেছেন। আইএসআইএস, আল-কায়েদা ও হুতি বিদ্রোহীসহ বিভিন্ন বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রতি আনুগত্য থেকে তারা অপরাধ করেছেন।
সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে তারা সংঘাতপ্রবণ অঞ্চলেও ভ্রমণ করেছেন। এসপিএ দাবি করেছে, দোষীদের আইনজীবী নিয়োগের অধিকার দেওয়া হয়েছিল। সৌদি বিচারিক প্রক্রিয়ার অধীন তাদের সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের হত্যাচেষ্টা ও থানা-পুলিশকে হামলার লক্ষ্যবস্তু বানানোয় ৩৭ সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে সর্বশেষ গণফাঁসির আয়োজন করেছিল সৌদি। তখন বিখ্যাত এক শিয়ানেতাসহ ৪৭ জনকে বিচারিক হত্যা করা হয়েছিল। তারা সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
এর আগে, ২০১৯ সালে ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post