বিদেশে দেশটির প্রতিনিধিত্বকারী ওমানি কূটনীতিকদের মধ্যে ৪৫ শতাংশই নারী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “নারীর ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সাথে দেখে ওমান। তাই দেশটিতে ৪৫ শতাংশ নারী কূটনীতিবিদ। যারা বিশ্বে ওমানের প্রতিনিধিত্ব করছে।
ওমানে নারী কূটনীতিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ইনস্টিটিউটের মাধ্যমে তরুণ, উচ্চাকাঙ্ক্ষী শিক্ষিত নারীদের প্রশিক্ষণ ও কূটনৈতিক হিসেবে প্রস্তুত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ইনস্টিটিউটের প্রধান ড. জয়নাব আল কাসমি বলেন, “ওমানি কূটনৈতিক প্রতিনিধিদের ৪৫ শতাংশেরও বেশি নারী। যাদের কেউ কেউ উত্তর আমেরিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করছেন। আবার কেউ কেউ ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে নিযুক্ত রয়েছেন। লিঙ্গ নির্বিশেষে, কূটনৈতিক প্রতিনিধিদের ক্ষেত্রে আরও বেশি ওমানি নারীদের বিষয়ে বেশি আগ্রহী ওমান। বিদেশে ওমানের প্রতিনিধিত্ব করার জন্য নারী প্রার্থীদের চাহিদা দিনদিন বাড়ছে দেশটিতে।”
ওমানের প্রথম মহিলা রাষ্ট্রদূত ড. জয়নব বলেন, “যদিও আমরা লিঙ্গ নির্বিশেষে আরও বেশি ওমানি যুবকদের নিয়োগ করছি। যেখানে অনেক নারীরা কূটনীতিক হওয়ার আগ্রহ প্রকাশ করছে। মূলত নারী হিসেবে নয় তাদের যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দিয়েছে ওমান সরকার। আমরা আরও বেশি নারী কর্মীদের কূটনৈতিক পদে নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। কারণ ওমানি মহিলারা কূটনীতিতে পারদর্শী এবং যোগ্যতার ভিত্তিতে তারা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post