চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল ওমানে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৮-মার্চ) মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ ওমানকে জানিয়েছে “ওমানি হিজরি ক্যালেন্ডার অনুসারে রমজান মাস আগামী এপ্রিল মাসের ৩ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওমানি হিজরি ক্যালেন্ডার অনুসারে শা’বান মাস ৩০ দিন পূর্ণ করবে। তাই রমজানের প্রথম দিনটি ৩ এপ্রিল থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়ছে।”
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন রমজান শুরুর সময় ৩ এপ্রিল ধরে সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করেছে। গত ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৩ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।
সময়সূচী অনুযায়ী, ৩ এপ্রিল সম্ভাব্য প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর রাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post