প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি উদ্বোধন করলো ওমান। এই গাড়িটি তৈরি করেছে দেশটির প্রযুক্তি মন্ত্রণায়ের অর্থায়নে পরিচালিত মেস মোটরস কোম্পানি। নতুন যানটি দেশের ই-যানবাহন খাতে নতুন এক দ্বার উন্মোচন করেছে। এরইমধ্যে কোম্পানিটি একশ গাড়ির বুকিং ইতিমধ্যেই সম্পন্ন করেছ।
এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, প্রথম পর্যায়ে তিনশ গাড়ি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ১৫০টি গাড়ি তৈরি করা হয়েছে। নতুন এই গাড়িটি মাত্র ৪.৯ সেকেন্ডে ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারবে। ঘন্টায় সর্বোচ্চ ২৮০ কিমি বেগে চলবে পারবে গাড়িটি। গাড়িটির পিছনের চাকায় ড্রাইভট্রেন ব্যবহার করা হয়েছে। ১৪.৫ কিউবিক ফুট কার্বন ফাইবার দিয়ে গাড়িটির বডি তৈরি করা হয়েছে।
ইটাল ডিজাইন, টেসলা, বিএমডব্লিউ, মার্সিডিজ এবং পোর্শ এর মতো বিশ্বের নামীদামী গাড়ি ব্র্যান্ডের অভিজ্ঞতা দিয়ে মেস মোটরস তাদের কারখানা ও উত্পাদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেছে। পরিকল্পনার অংশ হিসাবে কোম্পানি নিজেদের বিনিয়োগ বাড়াতে জনসাধারণের কাছে কোম্পানির শেয়ার উন্মুক্ত করেছে।
ই-যানবাহনের স্থায়িত্ব বাড়াতে মেস মোটরস সম্প্রতি পর্তুগালের লিসবনে ওয়েব সামিটে অংশ নিয়েছে। এছাড়াও দুবাইয়ের এক্সপো ২০২০তে ওমান প্যাভিলিয়নে কোম্পানিটি ওমান প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিটি ওমান ও বৈশ্বিক বাজারে তাদের ই-যানবাহন বিক্রি করবে বলে এমনটি প্রত্যাশা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post