ওমানে একাধিক অপরাধে ১১ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। আজ এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে, দেশটির উত্তর আল বাতিনাতে আর্থিক বিরোধের জেরে এক নাগরিকে হত্যার দায়ে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই প্রবাসী কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে, ওমানে চুরি ও ভাংচুরের অভিযোগে তিন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আরওপি জানিয়েছে, “মাস্কাটের পুলিশ তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৮টি দোকানে চুরির উদ্দেশ্যে ভাংচুর করে। গ্রেফতারকৃতরা সকলের এশিয়ান নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের থেকে প্রচুর অর্থ, মোবাইল ফোন, চুরি সরঞ্জাম ও একটি অস্ত্র জব্দ করা হয়।
অন্যদিকে, ওমানের ধোফার প্রদেশে মাদক পাচারের অভিযোগে ৭ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরওপি জানিয়েছে “ধোফার কোস্টগার্ড পুলিশ আরব সাগরের দুই ভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের থেকে বিপুল পরিমাণে মাদক জব্দ করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post