চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমতে শুরু করেছে করোনায় নতুন সংক্রমণ এবং বাড়তে শুরু করেছে সুস্থ রোগীর সংখ্যা। দেশটিতে গত ৩ দিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৩৬২৮ জন এবং মৃত ৬ জন।
রবিবার (২০-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ৩ দিনে নতুন সুস্থ রোগীর সংখ্যা ৬৩৯১ জন। যা আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা প্রায় দ্বিগুণ। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন।
আজ নতুন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫৭ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ২৩১ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৪০ জন।
যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৬৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post