অনেক সময় প্রবাসে বিপদে থাকা অথবা মৃত প্রবাসীর স্বজনের খোজে আমাদের কাছে সহযোগিতা চান। কিন্তু প্রবাস টাইমের কাছে তাদের বাংলাদেশের ঠিকানা না থাকায় স্বজনের খোঁজ করা সম্ভব হয়না।
এমতাবস্থায় সকল প্রবাসীদের অনুরোধ করা যাচ্ছে, বিদেশে অবস্থানকালে আপনার পাসপোর্ট, ভিসা, ইকামা/পতাকা, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রের ছবি/কপি আপনার পরিবারের সদস্যদের দিন।
একই সাথে আপনি প্রবাসে যেই এলাকায় বসবাস করেন, যেখানে কাজ করেন সেখানের ঠিকানা এবং প্রবাসে আপনার কাছের ২/১ জন বাংলাদেশির ফোন নাম্বারও দিন। সেইসাথে প্রবাসীদের স্বজনদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা এই ডকুমেন্টস গুলো অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post