সেন্টার ফর এনআরবি’র ৭ সদস্যের একটি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সাথে তার কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন । আলোচনাকালে প্রতিনিধিদলের সদস্যরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ রাখা পরবর্তী প্রজন্মের জন্য খুবই জরুরী বলে উল্লেখ করেন, এ ব্যাপারে দেশের অভ্যন্তরে ২১শে নভেম্বর ১৯৭১ সালে জকিগঞ্জ প্রথম হানাদার মুক্ত হয় অতএব প্রথম মুক্তাঞ্চল বিষয়ে জকিগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি রেকর্ড করে রাখার ব্যাপারে মন্ত্রীকে অনুরোধ করেন।
এ ব্যাপারে, এম এস সেকিল চৌধুরী, সফররত জকিগঞ্জ কল্যাণ সমিতি ইউকে এর সভাপতি শেরওয়ান চৌধুরী ও জকিগঞ্জ কল্যাণ সমিতি ইউকে এর সাধারণ সম্পাদক আবুল হোসেন লিখিত আকারে জকিগঞ্জের এই দাবি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। “ব্র্যান্ডিং বাংলাদেশ” শীর্ষক ২০২২ সালে সেন্টার ফর এনআরবি’র গৃহীত কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে প্রতিনিধি দলের নেতা এম এস সেকিল চৌধুরী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে এনআরবি সেন্টার বিশ্বব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে যার কেন্দ্রে রয়েছে প্রবাসীদের আর্থসামাজিক অবদান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং রোহিঙ্গাদের আশ্রয়দানে বাংলাদেশের মানবিক অবদান।।
প্রতিনিধি দলের বক্তব্যের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, স্বাধীনতাযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করে রাখার প্রয়াস চলমান রয়েছে। অনেক তথ্য এখনো রেকর্ডভুক্ত হয় নাই। জকিগঞ্জ বাসীর প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবির বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি এই প্রথম আমার সামনে উপস্থাপিত হলো, আমি খুব শীঘ্রই ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব ।
মন্ত্রী প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের ব্রান্ডিং বিষয়ে সেন্টার ফর এনআরবি যে কাযর্ক্রম গ্রহণ করেছে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন শোয়েব চৌধুরী, মাহবুব আনাম, ইঞ্জিনিয়ার রাজ্জাক ও এবিএম মোস্তাক। বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
এর আগে প্রতিনিধিদল বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে প্রবাসীদের বিনিয়োগের নানাদিক ও কর রেয়াতের বিষয়টি তুলে ধরে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post