ব্রিটিশ গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের জরিপে বিশ্বের নিরাপদ শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ২০২১ সালের নতুন জরিপে দেশটি এক লাফে ১৯ ধাপ এগিয়েছে।
ব্রিটিশ গ্লোবাল ফাইন্যান্স প্রতিটি দেশকে ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় কিছু পয়েন্ট দিয়ে থাকে। যে দেশের পয়েন্ট স্কোর যত বেশি সে দেশটি তত কম নিরাপদ হিসেবে গণ্য। এর বিপরীতে যে দেশের পয়েন্ট স্কোর যত কম সে দেশ তত বেশি নিরাপদ হিসেবে গণ্য হয়।
ম্যাগাজিনটির র্যাংকিংয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি ২০১৯ সালের তুলনায় ২১ সালে দেশটি এক লাফে ১৯ ধাপ অগ্রসর হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ গ্লোবাল ফাইন্যান্স ২০১৭ সাল থেকে এ জরিপ শুরু করে।
জরিপগুলো প্রধানত তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে করা হয়। যুদ্ধ, ব্যক্তিগত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশের সক্ষমতা। বিশ্বের ১৩৪টি দেশের মধ্যে জরিপ করা এই সূচকে প্রথম হয়েছে আইসল্যান্ড। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত বৈশ্বিক নিরাপত্তার বিভিন্ন সূচকে সবসময়ই এগিয়ে থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post