বিশ্বব্যাপী পজিটিভ পিস প্রতিষ্ঠায় আরব দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে এক্ষেত্রে দেশটি বৈশ্বিক হিসেবে ৭৩তম স্থান দখল করেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস এর একটি জরিপে দেখা যায় পজিটিভ পিস ইনডেক্স ২০২২ এ আরব বিশ্বে প্রথম রয়েছে আমিরাত এবং বিশ্বব্যাপী ৭৩তম স্থান অধিকার করেছে দেশটি।
বিশ্বব্যাপী প্রতিটি দেশের ইতিবাচক শান্তি প্রতিষ্ঠায় গৃহীত ভূমিকার উপর বিবেচনা করে এ জরিপ চালানো হয়ে থাকে। এছাড়া সুইডেন এবং ডেনমার্ক এই সূচকে শীর্ষে রয়েছে। সুইডেন গতবছর দ্বিতীয় স্থান অর্জন করলেও চলতি বছর তারা প্রথম স্থান অর্জন করে অন্যদিকে ডেনমার্ক গতবছর প্রথম স্থান অর্জন করেছিল এবং চলতি বছর দেশটি দ্বিতীয় স্থানে নেমে পড়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post