ওমানে পবিত্র ঈদের দিনে করোনা আক্রান্তে পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লো আজ। দেশটিতে গত ২৪ঘণ্টায় ৫১৩জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেওয়া হয়। নতুন আক্রান্তদের মাঝে ১৭৯ জন ওমানি নাগরিক এবং বাকি ৩৩৪জনই প্রবাসী। মোট সুস্থ ১,৯৩৩ জন এবং মোট মৃত্যু ৩৬জন। এদিকে কোভিড-১৯ মোকাবেলায় ও ঈদে জমায়েত রুখতে কঠোর অবস্থানে ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওমানজুড়ে বসবাসকারী সকল নাগরিকদের আবাসিক ভবন, অফিস স্থাপনাসহ সরকারী এলাকায় সর্বদা মাস্ক পরার নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এই নির্দেশনা না মানলে তাদের সর্বোচ্চ এক হাজার ৫০০ রিয়াল জরিমানা করা হবে।
আরও পড়ুনঃ ওমানে ১০ প্রবাসী গ্রেপ্তার
ইতিমধ্যেই ওমানের বিভিন্ন অঞ্চল থেকে বেশকিছু ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। করোনা প্রতিরোধে দেশটির সুপ্রিম কমিটির আইন অমান্য করার কারণে আজ (রবিবার) ওমানের উত্তর আল শারকিয়াহ অঞ্চলে পাঁচজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। করোনা ভাইরাসে দেশটির সুপ্রিম কমিটির নির্দেশনা না মেনে দর্জির দোকান খোলা রাখায় তাদের গ্রেপ্তার ও জরিমানা করা হয় বলে সূত্রে জানাগেছে।
https://www.youtube.com/watch?v=0-NzA5ZN_Hc
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post