করোনা সংক্রমণ রোধে ওমানে চালু হলো ভ্রাম্যমাণ টিকা পরিষেবা কার্যক্রম। আজ রবিবার (১৩ই ফেব্রুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এই টিকা পরিষেবা কার্যক্রম।
আজ এক বিবৃতিতে মাস্কাট প্রদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর জানিয়েছে, “আল রাফাহ হাসপাতালের সহযোগিতায় আজ থেকে চালু হওয়া দুই সপ্তাহ ব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে।
যেসব স্থানে এই সেবা মিলবে, সেগুলো হলো:
১. ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সিব এলাকার মাস্কাট মলের পাশে।
২. ১৫ ও ১৬ ফেব্রুয়ারি, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সিব এলাকার আল মাকান ক্যাফের পাশে।
৩. ২০ ফেব্রুয়ারি, সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বৌশার এলাকায় মন্ত্রণালয়ের পাশের রাস্তায়।
৪. ২১ ও ২২ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, মাতরাহ স্বাস্থ্য কেন্দ্রের পাশে।
৫. ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আল আমরাত এলাকায় সুলতান সেন্টারের পাশে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post