করোনা মহামারি এবং ওমানের আউটপাশের পর থেকেই ওমানে বাড়তে শুরু করেছে প্রবাসী নাগরিকদের সংখ্যা। দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) থেকে পাওয়া পরিসংখ্যান অনুসারে গত বছর অক্টোবর থেকে ওমানে বাড়তে শুরু করেছে প্রবাসীর সংখ্যা।
এনসিএসআইয়ের তথ্য অনুযায়ী, প্রতি মাসেই বাড়ছে প্রবাসী নাগরিকদের সংখ্যা। দেশটিতে গত অক্টোবরে প্রবাসী নাগরিকদের সংখ্যা ছিলো ১৬ লাখ ৩৪ হাজার ৩৫৭ জন। নভেম্বরে এসে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৭ হাজার ৫৫ জন, ডিসেম্বরে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৪৬১ জন।
নতুন বছরের শুরুতে ওমানের প্রবাসী জনসংখ্যা ১৭ লাখ অতিক্রম করেছে। দেশটিতে জানুয়ারি মাসে প্রবাসী জনসংখ্যা ছিলো ১৭ লাখ ২৯ হাজার ৯৬৫ জন। চলতি মাসেও বেড়েছে প্রবাসীর সংখ্যা। ফেব্রুয়ারিতে এই সংখ্যা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ২৬৪ জন।
এদিকে, গত বছর অক্টোবরে দেশটির মোট জনসংখ্যা ৪৪ লাখ ১৯ হাজার ১৫৬ থেকে বেড়ে ৪৫ লাখ ৬২ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। যেখানে ওমানি জনসংখ্যা ২৭ লাখ ৮৪ হাজার ৭৯৯ জন থেকে বেড়ে ২৮ লাখ ৯ হাজার ৭৩১ জনে এসে দাঁড়িয়েছে। চলতি বছরের পরিসংখ্যান অনুসারে, গত বছরের ডিসেম্বর থেকে দেশটির বেসরকারি খাতে প্রবাসী নাগরিক রয়েছে ১১ লাখের বেশি।
দেশটির মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করছেন মাস্কাটে। প্রদেশটিতে প্রবাসীর সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৮৭৫ জন, এরপর উত্তর আল বাতিনাতে এক লাখ ৯৩ হাজার ৮৫১ জন, ধোফার প্রদেশে ১ লাখ ৫৯ হাজার ৯৩১ জন, মুসান্দাম প্রদেশে ১০ হাজার ২০০ এবং আল ওস্তা প্রদেশে ২৩ হাজার ৩৪৩ জন। প্রবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপর ভারত এবং তৃতীয় অবস্থানে পাকিস্তানের নাগরিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post