কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক সঙ্গে পাঁচ সন্তানের মৃত্যুর ঘটনায় স্তব্ধ হয়েছেন মা মানু রাণী। মাত্র ১০ দিন হলো তার স্বামী সুরেশ চন্দ্র সুশীল বার্ধক্যজনিত কারণে মারা যান। সেই শোকই তিনি কাটিয়ে ওঠতে পারিননি।
গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে আবার এই দুর্ঘটনা ঘটে। স্বামীর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মৃত্যু কিছুতেই নিতে পারছিলেন না মানু রাণী শীল। এই মায়ের কান্নায় আকাশ বাতাসও ভারি হয়ে ওঠছিল। কিছুতেই ঘটনাটি মেনে নিতে পারছিলেন না তিনি।
ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকার হাসিনা গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের ঘরেই দেখা গেল সন্তানহারা এই মায়ের আর্তনাদ। এই বাড়ির উঠানে পরপর রাখা হয়েছে পাঁচটি মরদেহ।
এসময় পাগলপ্রায় মা মানু রানী শীল (৬৫) কন্না করতে করতে বলেন, ‘স্বামীকে হারিয়েছি, আজ একসঙ্গে পাঁচ সন্তান চলে গেল। যাদের এত কষ্ট করে মানুষ করেছি, তাদের নিয়ে গেছে। আমি কাদের জন্য বাঁচব’। চীৎকার করেই বারবার মাটিতে লুটিয়ে পড়ছিলেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post