ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পাঠানো হচ্ছে। মরদেহগুলো দুটি ফ্লাইটে দেশে আসার কথা রয়েছে।
এর মধ্যে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম ফ্লাইট এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছাবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, একজন নাগরিকের মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম ত্যাগ করবে। এই ফ্লাইটটি ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে৷ আরও এক জনের মরদেহ নিয়ে দ্বিতীয় ফ্লাইট ১১ ফেব্রুয়ারি রোম ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই ফ্লাইট ঢাকায় পৌঁছাবে ১৩ ফেব্রুয়ারি।
বাকি সব মরদেহের জন্য ফ্লাইট বুকিং করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। দূতাবাস মরদেহ দ্রুততম সময়ে প্রত্যাবাসনের জন্য ইতালিয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এদিকে, ভাগ্য ফেরাতে অবৈধভাবে গত ২৫শে জানুয়ারি লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ঝড়োবাতাসে প্রচন্ড ঠান্ডায় তিউনিউসিয়ার ভুমধ্যসাগরে প্রাণ হারান। শেষবারের মতো প্রিয় মানুষকে দেখতে নিহতদের স্বজনদের দাবি, মরদেহ দেশে ফেরানোর দ্রুত ব্যবস্থা করার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post