ওমানে অবৈধ মদ ও মাদক জব্দ ওমানের আল ওয়াজাজা বন্দরে ১৬শ’ বোতল মদ আটক করেছে ওমান কাস্টমস। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে,”আল ওয়াজাজা বন্দরে ১৬শ’ বোতল অ্যালকোহলযুক্ত পানীয় জব্দ করা হয়েছে। ভাড়ী পণ্যের আড়ালে এই অবৈধ মদ নিয়ে আসছিলো চোরাচালানকারীরা।”
এদিকে, ওমানের ধোফারে চার মাদক চোরাচালানকারীসহ দুই হাজার প্যাকেট অবৈধ মাদক জব্দ করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আরওপি জানিয়েছে,”ধোফার প্রদেশের কোস্ট গার্ড পুলিশের সহযোগীতায় এই বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদক বহনকারী নৌকাগুলো জব্দ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
এদিকে, ওমানে অবৈধ ৮টি নৌকা ও ট্রাক জব্দ ওমানের দক্ষিণ আল শারকিয়াহ প্রদেশের ফিশারিজ মনিটরিং টিম ও রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় লাইসেন্সবিহীন ৮টি নৌকা ও লাইসেন্সবিহীন হেজ জাল বোঝাই একটি ট্রাক আটক করা হয়ছে।
আরওপি জানিয়েছে,” জালান বানি বু আলী এলাকায় এই জাল ও নৌকা ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post