করোনা মহামারির মধ্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১,৩১৬ জন বাংলাদেশি শ্রমিক গেছেন বিভিন্ন দেশে। দেশের ইতিহাসে এর আগে কখনই এক মাসে এত বেশি জনশক্তি রপ্তানি হয়নি। এর আগে ২০১৭ সালের মার্চে ১ লাখের কিছু বেশি কর্মী বিদেশে গিয়েছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের জনশক্তি রপ্তানির প্রধান বাজার মধ্যপাচ্যের দেশগুলো। দুই বছরের মহামারির সংকট কাটিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো এই দেশগুলোও ঘুরে দাঁড়াচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ায় চাঙা হচ্ছে তাদের অর্থনীতি। এতে তাদের কাজের লোকের চাহিদা বেড়েছে। তাই বাড়ছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি।
আগামী দিনগুলোতে দেশে রেমিট্যান্সের পরিমাণও বাড়বে বলে মনে করেন তারা। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ২০২১ সালে এ দেশ থেকে মোট ৬ লাখ ১৭,২০৯ জন কর্মী গেছেন বিভিন্ন দেশে।
নতুন করে শ্রমবাজার না খুললেও পুরোনো বাজার থেকেই চাহিদা বাড়ছে। এ ছাড়া খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারও। ইতিমধ্যে দুই দেশের সরকারের মধ্যে কর্মী নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post