করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সুপ্রিম কমিটির সর্বশেষ সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে ঈদে সকল ধরনের ইয়ট ও পর্যটন নৌকা চলাচলের অনুমতি দিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয় (এমওটি)। একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল ধরনের নির্দেশনা মেনে ও সামাজিক দূরত্ব মেনে নৌকা চলাচল করতে পারবে। যদি কোনো প্রকার নির্দেশনা লঙ্ঘন হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে দেশটির সরকার এমন হুশিয়ারিও প্রদান করা হয়েছে।
নতুন বাস্তবায়িত হওয়া পদক্ষেপগুলি হলো:
১. যাত্রীদের সর্বক্ষনিক মাস্ক পড়ে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখা ও জমায়েত করা যাবে না।
২. প্রত্যেক মেরিনাস ও পর্যটন নৌকাতে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৩. একটি ইয়ট বা পর্যটন নৌকায় সর্বোচ্চ ১০ জন যাত্রী ভ্রমণ করতে পারবে।
৪. একটি নৌকায় একই পরিবারের ৬ জনের অধিক ভ্রমণ করতে পারবে না।
আরও পড়ুনঃ প্রবাস টাইম প্রতিভার সন্ধানের ফলাফল
৫. নৌকার মালিক নিজের পরিবার নিয়ে পিকনিক বা ভ্রমণের উদ্দেশ্যে নৌকা ব্যবহার করতে পারবে তবে একসাথে ছয় জনে অধিক যাত্রী উঠতে পারবে না।
৬. মেরিনাস প্রশাসনিক কর্মকর্তারা উপরে উল্লিখিত প্রতিরোধমূলক প্রক্রিয়ার ৩ নং ও ৫নং নিয়ম পর্যবেক্ষণ করবে। যদি এই নিয়ম কেউ ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয় হবে। সুত্রঃ ওমান অবজারভার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post