ওমানে মহামারি করোনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ঘন্টায় নতুন ৪২৪ জন নতুন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয় যে, নতুন আক্রান্তদের মধ্যে ১৯১জন ওমানি নাগরিক এবং বাকি ২৩৩ জনই প্রবাসী। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,৭৯৪ জন সুস্থ ১,৮২১ জন্য এবং মৃত্যু মোট ৩২ জন।
এদিকে ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) জানিয়েছে, ওমানে যে কোম্পানি পুনরায় খোলার অনুমতি দিয়েছে তাদের অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সাথে যে সকল কর্মী প্রতিষ্ঠানে থাকবে তাদের ভাইরাস প্রতিরোধমূলক সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশনা না মানলে সেই প্রতিষ্ঠানকে জরিমানাসহ বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছে ওসিসিআই। মূলত দেশটিতে ভাইরাস বিস্তার কমাতে বাসার থেকে বের হলেই বাধ্যতামূলক মাস্ক পড়ার নির্দেশ রয়েছে।
আরও পড়ুনঃ ওমানে আইন অমান্য করলে ২০০ রিয়াল জরিমানা
ওসিসিআই আরও জানিয়েছে যে, নিয়োগকারীদের অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি সম্পর্কে কর্মীদের অবহিত করতে হবে। একই সাথে সকল প্রতিরোধমূলক সরঞ্জামগুলি যেমন মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার সমানভাবে সরবরাহ করতে হবে। সর্বোপরি দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানায় ওসিসিআই।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post