শীঘ্রই প্রবাসীদের জন্য বাংলাদেশে হেলিকপ্টার সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রবাসীর ট্যাক্সি। বৃহস্পতিবার (২০-জানুয়ারি) প্রতিষ্ঠানটির রাজধানীর রামপুরা অফিসে ওমানের আল সাফার ট্রাভেল এন্ড কার্গোর সাথে এক চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল-হাসান।
বিদেশ থেকে অতি সহজেই ট্যাক্সি বুকিং দিতে প্রথমবারের মতো দেশের বাহিরে এজেন্ট নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ওমানের বহুল পরিচিত আল সাফার ট্রাভেল এন্ড কার্গো নামে একটি বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল এজেন্টকে ওমানের মূল এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে ওমানের একমাত্র প্রবাসীর ট্যাক্সির এজেন্ট হিসেবে আল সাফার ট্রাভেলস কাজ কাজ করতে পারবে। ওমান থেকে দেশে আসার পূর্বে প্রবাসীরা চাইলে আল সাফার ট্রাভেল থেকে সরাসরি গাড়ি বুকিং করতে পারবে।
এ সময় সমঝোতা স্বারকে সাক্ষর করেন প্রবাসীর ট্যাক্সির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল-হাসান ও আল সাফার ট্রাভেলস এন্ড কার্গোর বাংলাদেশের ম্যানেজার আবু সাঈদ তুহিন। এসময় প্রবাসীর ট্যাক্সির বিভিন্ন সেবা প্রসঙ্গে বাইজিদ আল-হাসান বলেন শীঘ্রই কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীর ট্যাক্সির এজেন্ট নিয়োগ দেওয়া হবে। এ ছাড়াও শীঘ্রই দেশে হেলিকপ্টার সেবা ও চালু করার কথা জানান তিনি।
প্রবাসীর ট্যাক্সির সাথে চুক্তি সাক্ষর করে এক অনুভূতিতে আল সাফার ট্রাভেলস এর প্রতিনিধি আবু সাঈদ তুহিন বলেন, “প্রবাসীদের সেবা দিতে এমন একটি প্লাটফর্ম আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো। আমরা আশাকরি এখন থেকে প্রবাসীর ট্যাক্সির মাধ্যমে প্রবাসীদের আরো ভালো সেবা দিতে পারবো।”
উল্লেখ্য: প্রবাসীর ট্যাক্সি বিদেশ ফেরত কর্মীদের একটি সম্মেলিত উদ্যোগের একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটি একমাত্র ঢাকা বিমানবন্দর থেকে সারা দেশে প্রবাসীদের নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার থেকে অনুমতি লাভ করেছে। কোম্পানি আইন ১৯৯৪ এর অধীনে ১১ নভেম্বর ২০২১ সালে বাংলাদেশ সরকার ট্যাক্সি পরিচালনরা জন্য লাইসেন্স প্রদান করেন, যাহার নাম্বার নং: সি-১৭৬১৪২/২০২১
প্রবাসীর ট্যাক্সির মূল উদ্দেশ্য বিদেশ ফেরত প্রবাসীদের শতভাগ নিরাপদে এবং মর্যাদার সাথে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। সেইসাথে প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায় প্রবাসীদের সেবা দেওয়া। এখানে যুক্ত সকলেই প্রবাসী। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, চালক, গাড়ির মালিক এবং অফিস স্টাফ সকলেই প্রবাস ফেরত। তাদের আয়ের দুই শতাংশ ব্যয় করা হয় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কল্যাণে এবং তাদের মূল লক্ষই হচ্ছে প্রবাসীদের সেবা দেওয়া। যাত্রার মাত্র ৩ মাস সময়ের মধ্যেই প্রবাসীদের মাঝে বেস সাড়া ফেলেছে প্রবাসীর ট্যাক্সি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post