মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রবেশ করলে থাকতে হবে সাত দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে। তবে সাত দিনের আগেই কোয়ারেন্টাইন মাফ হতে পারে, যদি কুয়েতে প্রবেশ করে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হয়।
সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। এখনই বিমানবন্দর বন্ধের বিষয়ে ভাবছে না দেশটির সরকার। বরং ওমিক্রন শনাক্ত হওয়ার পর নভেম্বরের ২৮ তারিখে বন্ধ হওয়া আফ্রিকার ৯ দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে কুয়েত।
এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ৫০ বছর বা তার বেশি বয়সী স্থানীয় নাগরিক এবং প্রবাসীরা নিবন্ধন ছাড়াই বুস্টার ডোজ নিতে পারবে। ১৬ হতে ৫০ বছর বয়সীদের নিবন্ধন করার পরে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
এদিকে, দেশটিতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের গণটিকা প্রদান কর্মসূচির ফলে কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কুয়েতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫১৪৭ জন, মারা গেছেন ১ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post