অবশেষে বরফ গলছে সৌদি-ইরানের সম্পর্কের মাঝে। সৌদি আরবের জেদ্দায় তেহরানের তিনজন কূটনীতিক পৌঁছেছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। মুসলিম বিশ্বের ৫৭ সদস্য দেশের সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) সদর দফতর সৌদি আরবে অবস্থিত।
ছয় বছর আগে উভয় দেশের মধ্যে কূটনীতিক অচলাবস্থা তৈরির পর জেদ্দায় নিজেদের ওআইসি প্রতিনিধি অফিস বন্ধ করে দেয় ইরান। অর্ধযুগ পর সেই অফিস পুনরায় চালু করতে ইরানি কূটনীতিকরা জেদ্দায় পৌঁছেছেন।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ তেহরানের কূটনীতিকদের জেদ্দায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জেদ্দায় ওআইসি প্রতিনিধি অফিস পুনরায় চালুর উদ্যোগের সাথে জড়িত তিন কূটনীতিক সৌদি আরবের ভিসা পেয়েছেন।
তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সৌদি আরবে দূতাবাস পুনরায় চালু করতেও প্রস্তুত আছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তবে এটি সৌদি আরবের বাস্তব প্রচেষ্টার ওপর নির্ভর করছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান আলজাজিরাকে বলেন, ‘আমি বিশ্বাস করি, সৌদি আরব আঞ্চলিক কিছু ইস্যুতে আলোচনার জন্য আগ্রহী।
কিন্তু এখন পর্যন্ত আমাদের বোঝাপড়ার কেন্দ্রে আছে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এবং সম্পর্ক কখন স্বাভাবিক হবে সেটি। দীর্ঘমেয়াদী আঞ্চলিক সব সংকটের সমাধানের জন্য উভয় দেশের ‘ঘনিষ্ঠ সংলাপ’ জরুরি বলে মন্তব্য করেছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post