প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামির আশঙ্কা অনেকটাই কমতে শুরু করেছে। শনিবার সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাতের পর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ টোঙ্গার বৃহত্তম দ্বীপ টোঙ্গাতাপুতে সুনামি আঘাত হানে।
এছাড়া জাপান, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। রোববার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। অবশ্য সুনামির আঘাতের পর টোঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। এ কারণে দেশটির ১৭০টি দ্বীপের অধিকাংশেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে রোববার প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) নামক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সুনামির আশঙ্কা বেশ কমে গেছে। তবে শক্তিশালী বা অস্বাভাবিক ঢেউয়ের ব্যাপারে উপকূলীয় এলাকাগুলোকে এখনও সতর্ক থাকতে হবে।
গত বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্র টোঙ্গার আগ্নেয় পর্বত হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই থেকে অগ্নুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের প্রভাবে সাগরে বড় বড় ঢেউ দেখা দেয়। এছাড়া আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে নির্গত ছাই, গ্যাস ও ধোঁয়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়। উপগ্রহ চিত্রে দেখা যায়, দেশটির রাজধানীতে গত দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরে পড়ছে আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই।
অগ্নুৎপাতের পর টোঙ্গার রাজা ষষ্ঠ টুপাউকে নুকু’আলোফার রাজকীয় প্রাসাদ থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশের একটি বহর তাকে উপকূল থেকে দূরে একটি বাসভবনে নিয়ে গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post