চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী শতাধিক যাত্রীর ভেতর ১৪ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। শনিবার (১৫ জানুয়ারি) আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফের বরাতে বলা হয়েছে, বিমানবন্দরের চারটি আরটিপিসিআর ল্যাবে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষায় প্রতি দিন ৪/৫ জন করে কোভিড শনাক্ত হচ্ছে। যাত্রীরা বিমান ছাড়ার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে এসে নমুনা দেন এবং বিমানে ওঠার আগেই ফল পেয়ে যান।
রবিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা মিলিয়ে আরও ৫৫০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যদিও এ সময় নতুন করে কারো মৃত্যু হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post