সর্বশেষ

বিদেশগামী বাংলাদেশিদের জন্য ‘বিশেষ সতর্কবার্তা’

Ismail probash time

বিদেশগামী বাংলাদেশিদের আইনসম্মত অভিবাসন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের ডিজিটাল প্ল্যাটফর্ম মাইগভ (https://www.mygov.bd)।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ প্রদান কার্যক্রমও সম্পন্ন করা হচ্ছে, যা অভিবাসীদের জন্য বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইগভের মাধ্যমে বিদেশগামী নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন পাবলিক ডকুমেন্ট ও প্রয়োজনীয় সনদ অনলাইনে সত্যায়নের সুযোগ পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এ সেবা সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে। গত ১১ মাসেই প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি হওয়া এ সেবার সফলতার একটি বড় মাইলফলক।

তবে বিজ্ঞপ্তিতে উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয় যে, সম্প্রতি একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’-এর জাল কপি তৈরি এবং ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ ভুয়া কয়েকটি সাইট শনাক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে https://apostillemygovbd.news/.application-details/.7020251029
এবং https://apostille-mygovbd.com/।

বঙ্গবন্ধু পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব জাল ডোমেইন বন্ধে পুলিশকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে https://apostile.mygov-bd.com/
এবং https://apostiller-bd.com/
নামের দুটি ভুয়া সাইট বন্ধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, এসব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশের সরকারি নথিপত্রের গ্রহণযোগ্যতা এবং অভিবাসন প্রক্রিয়ার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই মাইগভের মূল ঠিকানা https://www.mygov.bd
ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ না করতে এবং কোনো অবস্থায় ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup