ওমানের জিফনিনে জহির আলম নামে এক বাংলাদেশী প্রবাসী মারা গেছেন। জহিরের দেশের বাড়ি চট্টগ্রামের পেকুয়া উপজেলার উজানটিয়া ৬ নং ওয়ার্ডে। ঘটনাস্থল থেকে মোহাম্মদ সাখাওয়াত হোসেন নামে এক প্রবাসি প্রবাস টাইমকে বলেন,
“গতকাল শুক্রবার (১৪-জানুয়ারি) স্থানীয় সময় সকালে প্রতিদিনের ন্যায় কাজে যাওয়ার সময় হঠাত মাথা ব্যথা উঠলে আমরা তাকে নিকটস্থ বদর আল সামা হাঁসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাঁসপাতাল থেকে জানানো হয়েছে, সে ব্রেন স্ট্রোক করে মারা গেছেন।
জানাগেছে, জহির আলম ওমানে দীর্ঘ ৬ বছর যাবত বিল্ডিং কন্সট্রাকশন সেক্টরে কর্মরত ছিলেন। দেশে তার ৪ ছেলে সন্তান রয়েছে, বড় ছেলের বয়স ১৫ বছর এবং বাকি সবাই ছোট। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে এখন শোকে দিশেহারা তার পরিবার।
তার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সহকর্মীদের মাঝে। দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যাপারে দূতাবাসের এবং ওমান প্রবাসীদের কাছে সহযোগিতা চেয়েছে নিহতের পরিবার। আর্থিক সাহায্যের জন্য 92461186 এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে নিহতের বড় ভাই সৈয়দ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post