পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের কাজ শেষে ওমানের পরিবহন মন্ত্রনালয় মুসান্দাম প্রদেশের ৩৯ কিলোমিটার দীর্ঘ খাসাব-তাইবাত সড়কটি জনসাধারণের জন্য খুলে দিয়েছে। সড়কে আনুভূমিক যে বাক ছিলো সেগুলো ঠিক করা হয়েছে। পাশাপাশি পর্বত সংলগ্ন অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে সড়কে পাথর পড়ার সমস্যা থেকে মুক্তি মিলবে পথচারীদের। একই সাথে এই রাস্তায় দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে জানাগেছে দেশটি টাইমস অব ওমানের খবরে।
আরও পড়ুনঃ ওমানে আইন অমান্য করলে ২০০ রিয়াল জরিমানা
প্রকল্পটিতে রাস্তার কিছু মোড়কে উন্নত করা হয়েছে। পাশাপাশি তিনটি রেস্ট হাউজ, ১.৫ কিলোমিটার ওয়াকওয়ে, ওয়েভ ব্রেকার ও ৪৫ টি ভায়াডক্টও নির্মাণ করা হয়েছে। এর আগে ভূ-তাত্ত্বিক গবেষণার পরে খাসাব-তাইবাত পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পার্শ্ববর্তী পাহাড় থেকে পাথর পড়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিলো। যে কারণে এই রাস্তাটি দ্রুত নির্মাণ করা হয়।
https://www.youtube.com/watch?v=0-NzA5ZN_Hc
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post