করোনাকালে বাংলাদেশ রেমিট্যান্স আহরণে ভাল অবস্থানে থাকলেও এখন কিছুটা কমতির দিকে। তবে কয়েকটি দেশ থেকে রেমিট্যান্স কমলেও যুক্তরাষ্ট্র থেকে বেড়েছে। বাংলাদেশে রেমিট্যান্সের উৎস হিসেবে ২য় অবস্থান নিয়ে নিয়েছে দেশটি।
আগে এটি ছিল সংযুক্ত আরব আমিরাতের দখলে। জুলাই-ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্র প্রবাসীরা ১৬৯ কোটি ২১ লাখ ডলার পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রে ব্যাংকে টাকা রাখলে মুনাফা পাওয়া যায় না। তবে দেশে টাকা পাঠিয়ে প্রবাসী বন্ড কিনলে ১২% পর্যন্ত মুনাফা পাওয়া যায়। ২.৫% হারে নগদ প্রণোদনা এবং বন্ড কিনে মুনাফার আশায় এখন ইউএসএ থেকে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post