ওমানের শীর্ষ শিল্পগোষ্ঠী সুহাইল বাহওয়ান গ্রুপ (SBG)–এর চেয়ারম্যান এবং দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী শেখ সুহাইল সালিম বাহওয়ান আর নেই। তাঁর মৃত্যুতে ওমানজুড়ে নামিয়েছে গভীর শোক। দেশের বেসরকারি খাতের বিকাশ ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ছিলেন জাতীয়ভাবে সম্মানিত একজন ব্যক্তিত্ব।
সুর শহরে জন্ম নেওয়া এই উদ্যোক্তা ষাটের দশকে ভাইয়ের সঙ্গে মুতরাহ সুকে একটি ছোট দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। মাছ ধরার সরঞ্জাম, টুলস ও বিল্ডিং ম্যাটেরিয়ালের সেই দোকান পরবর্তীতে রূপ নেয় আজকের বৃহৎ সুহাইল বাহওয়ান গ্রুপে। সত্তরের দশকে ওমানের অর্থনৈতিক রূপান্তরের সময়ে সেইকো, তোশিবা–সহ আন্তর্জাতিক ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন নিয়ে তাঁর ব্যবসা দ্রুত বিস্তৃতি পায়।
বর্তমানে SBG দেশটির সর্ববৃহৎ বেসরকারি কংগ্লোমারেট, যা অটোমোটিভ, সার–রাসায়নিক, পেট্রোকেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকসহ বহু খাতে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
আরও
ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনীতির বৈচিত্র্যকরণে শেখ সুহাইল বাহওয়ানের অবদান অবিস্মরণীয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাঁর দানশীলতাও ওমানজুড়ে প্রশংসিত। তাঁর মৃত্যুতে দেশ হারাল এক দূরদৃষ্টিসম্পন্ন শিল্পপতি ও মানবহিতৈষী ব্যক্তিত্ব।











